.
সঙ্গী করেছ তোমরা আমাকে
ব্যবহারে যথাতথা,
নিরীহ কলম, কেউ কি আমার
শুনেছ আত্মাকথা!
আমি যে কখনো লিখেছি নীরবে
কত লিপি কত জনে।
জানাতে কুশল, তৃপ্তি কিম্বা
লুকনো বেদনা মনে।
আবার আমিই ঠাঁই পেয়ে কোনো
রসিক কবির হাতে
কত ভাব কত ছন্দ গড়েছি
আবেগে নিশুতি রাতে।
আমাকেই হাতে তুলে কোনো কবি
বিদ্রোহে প্রতিবাদে
গর্জে উঠেছে অত্যাচারির
নির্মম অপরাধে।
মসিই তখন অসি হয়ে উঠে
যুদ্ধংদেহি যেন।
এত ক্রন্দন, মানুষে মানুষে,
এত ভেদাভেদ কেন?
কত-না মানুষ কত প্রয়োজনে
যুগে যুগে কালে কালে
আমাকে দিয়েই প্রকাশ করেছে
মনোভাব বাণী তালে।
এতকিছু দেখে, এত কথা লিখে
শ্রান্ত হয়েছি আমি।
জানো কি তুচ্ছ কলমের বুকে
ইতিহাস কত দামী!
------------