কতই তো করে কাজ দিকে দিকে লোক
না হয় আজ কাজ ফেলে কবিতাই হোক।
কাজ আছে, থাকবেই
            তার কোনো শেষ নেই
তারই ফাঁকে তবু এই ক্ষণিকের ঝোঁক -
আজ নয় কাজ ফেলে কবিতাই হোক।

যান্ত্রিক হৃদয়ের যন্ত্রণা বোধ
নেই তার প্রতিকার, নেই প্রতিরোধ।
সবার বুকের মাঝে
          সে ব্যথা নীরবে বাজে
অপরে তা দ্যাখে না যে মেলে দিয়ে চোখ।
কাজ ফেলে তাই কিছু কবিতাই হোক।

একটু জিরিয়ে নিয়ে ভেবে দ্যাখো আজ
হলো কত ছোটাছুটি, ঘামে ভেজা সাজ।
বিনিময়ে যা চেয়েছ
                 কবে তার কী পেয়েছ !
জীবিকা কি প্রাপ্তিতে হলো সার্থক!
ভুলে তাকে আজ নয় কবিতাই হোক।

তীব্র গতির যুগে কর্মই পথ
তাই নিয়ে একটুও নেই কো দ্বিমত।
কাধে গুরুভার নিয়ে
           চলো গতি সামলিয়ে
তা না হলে প'ড়ে গিয়ে খেতে পারো ঠোক।
থাক না তা,      এক পাতা কবিতাই হোক।
       -----------------------