🥀উপলব্ধি🥀
°°°°°°°°°
তুমি নেই ব'লে
feel করি
তুমি ছিলে।
এখন বুঝেছি,
বুঝিনি
তুমি কী দিলে।
🌟🌟🌟
🔥🔥
°°°°°°°
নিঠুর দরদী
তুমি নিরবধি
মধুর বেদনা দাও।
দূরে দূরে থেকে
বিরহিনী রেখে
তবু ভালোবেসে যাও।
🌻⚘🌻
♨️নিরহংকারী♨️
°°°°°°°°°°°
চাইলেও হায়
সাধ্য কোথায়!
অহংকারের উর্দ্ধে উঠি -
হারাচ্ছি খেই
খাচ্ছি যে সেই
অহংকারেই লুটোপুটি
🙏🙏🙏
● গিন্নী সমাচার ●
°°°°°°°°°°°°°°
একটুতে রেগে যায়
গিন্নীরা যত।
আবার তারাই খুশি
অল্পতে কত !
♥️♥️