কম লেখো, লেখো ভালো
ওহে কবি দল।
কী শিখেছ ! কতটুকু
আছে সম্বল?
চাইলেই সহজে কি
কবি হওয়া যায় !
ভাবলেই উঁচু ভাব
ফোটে কি লেখায় !
পথে ঘাটে কবিতার
ছড়াছড়ি আজ।
পড়বে কে ! সকলেরই
হাতে বহু কাজ।
ফেলে রেখে সেই সব
আছে কার সাধ
কবিতায় খোঁজে প্রেম,
খোঁজে প্রতিবাদ !
সেই একই ভঙ্গিমা
সব কবিদের।
হাতে নিয়ে নেড়েচেড়ে
দেখা গেছে ঢের।
তাই শোনো কবি যত
রয়েছ নবীন
এলোমেলো লিখে বৃথা
কাটিও না দিন।
ভাবো আরো বেশি ক'রে,
হোক লেখা কম।
লিখবে যেটুকু তাতে
থাকে যেন দম।
পণ্ডিতি ফলিয়ো না
মোটে অকারণ।
প'ড়ে যেন ভ'রে ওঠে
পাঠকের মন।
একটুও কমে যেন
ভাবনার ভার,
মন যেন ওঠে দুলে
ছন্দে তোমার।
সোজা কাজ নয় সেটা
ওহে কবিকুল
বড় কবি হতে গিয়ে
ক'রো না গো ভুল।
কমই লেখো, ভালো লেখো,
যা প'ড়ে পাঠক -
মাঝে মাঝে অন্তত
কিছু খুশি হোক।
------ x -----