হলই বা মাঝে মাঝে
একেবারে বিনা কাজে
কবিতার জন্যই কাব্য।
জটিলতা থাকবেই
বিব্রত রাখবেই
তাই কিছু লিখলেই
সর্বদা তা নিয়েই ভাবব?
তা হলে তো কথকতা
শৈল্পিক সরসতা
অকারণ হাসি কথা বন্ধ।
মিথ্যেই খুঁজে ফেরা
তাল মিল রসে ঘেরা ছন্দ।
ভারি ভারি গদ্যতে
গম্ভীর হবে হতে,
নিত্যই এ জগতে
অন্যায় অবিচার ঘটছে।
কত কে-ই থেকে থেকে
দুরাচারী লোভ দেখে
বেদনায় ক্ষোভে রোষে চটছে।
সে সবের প্রতিবাদে
গর্জাল কী নিনাদে
কত শত কবিদের কণ্ঠ।
সমাজের মুছে কালো
জ্বালাতে স্বচ্ছ আলো
বিরচিত বারে বারে
আইনের কত নির্ঘণ্ট।
বিতন্ডা এত কিছু
ভেদাভেদ উঁচু নিচু
থাকবেই সমাজের অঙ্গ।
খোলা মনে ভেবে দেখি
গোঁজ হয়ে তা বলে কি
একটুও করব না রঙ্গ?
হার জিত লাভ ক্ষতি
ভাবলে তুচ্ছ অতি,
তাকে নয় ছোট ক'রে মাপব,
তত্ত্বকে ফেলে রেখে
কিছু কল্পনা এঁকে
করা যাক থেকে থেকে
কবিতার জন্যই কাব্য।
-------------