বহু কবি চায়
        অন্যেরা যেন পড়ে তার কবিতাটি,
সে লেখার স্বাদ হোক বা না হোক খাঁটি।
প'ড়ে যেন বলে
       বেশ তো লিখেছ খাসা,
মন ছুঁয়ে যাওয়া ভাবনা যেমন
       তেমনই জোরাল ভাষা।
কিন্তু সহসা চাইলেই তা কি ঘটে !
তবু লিখে লিখে কিছু অকবিরা
       ভাবে আমি কবি বটে।
সুযোগ পেলেই লেখে গাদা গাদা,
       পড়ে না পরের লেখা।
মনে মনে ভাবে সব হয়ে গেছে শেখা।
এমনি করেই কবিতার প্রাঙ্গণে
আগাছার মতো বেড়ে ওঠে কতজনে !

সত্যিই যদি কবি হতে সাধ
       কবিতাকে ভালোবেসে -
মন দিয়ে লেখো, মন দিয়ে পড়ো
       চলো কবিতার দেশে।
              xxxxxxxx