শুনে হাহাকার   যতই আমার
        মন ভ'রে ওঠে হতাশায়
দেখে এ আঁধার তবুও চলার
        দিশা খুঁজে পাই কবিতায়।
যে পাখি খাঁচার, আলোতে বাঁচার
        পথ খোঁজা তার বড় দায়,
তবুও অবাধ   মুক্তির স্বাদ
        মেলে যে চকিতে কবিতায়।
আঘাতে যখন বিহ্বল মন
        নীরবে একাকী কাঁদে হায়
ভৈরবী সুরে দেখি যে অদূরে
        পথ রেখা ফোটে কবিতায়।
আজও ভাব আসে ফুলকলি হাসে
         উদিত ভোরের সবিতায়।
না হলেও দামী,  পশ্চিমে গামী
         বাঁচি এই আমি কবিতায়।
                   🌾