তবে কিসের কাব্য হল,
         কিসের ঝলক, ঝকমকি !
না যদি রয় কৌতূক এবং
         কথার চমক চকমকি।
রসিক কবি তাই তো বেড়ায়
         প্রিয়ার গালে তিল খুঁজে,
কাব্য গাঁথে গরম চা আর
         করমচাএর মিল খুঁজে।
বন্ধ ঘরে ছন্দ ঝরে
         তখন যেন ঝুপ ক’রে,
ছন্দ লোভী পাগল কবি
         শব্দ খোঁজে চুপ ক’রে।
খুঁজতে গিয়ে সব ফুরিয়ে,
         কেবল কথার সম্বলে
কবির আপন জীবন যাপন
         ঝাল ঝোলে আর অম্বলে।
যে জন মাতে কবির সাথে,
         বোঝে কবির পাগলামি
 ভাবুক-না সে, কাব্যে ভেসে
         একআধটা রাত জাগলামই।
              ---------------