যখন বয়স বিশ বা একুশ
লিখতে পেরেই মনটা কী খুশ।
দুচার কলম যা-ই লেখা হোক
কাব্যে তখন প্রচন্ড ঝোঁক।
নতুন লেখার সেই কাঁচা হাত
ভাবছে বাজার করবেই মাত।
সৃষ্টি করার মিষ্টি নেশা
তখন তরুণ রক্তে মেশা।
ছন্দ মিলে থাকলেও ভুল
তাই নিয়ে কে হয় রে ব্যাকুল!
না-ই বা জুটুক শতেক শ্রোতা
যা-ই লেখা হয় মহার্ঘ তা।
সৃষ্টি মুখর এক একটি দিন
লাগে তখন স্বপ্ন রঙিন।
দুচোখ তখন ফিরতে না চায়
রুক্ষ ধূসর বাস্তবতায়।

ক্রমেই কঠোর কাল পেরিয়ে
ভাবনা জাগে জীবন নিয়ে।
কাব্য লেখার হয় যে ছুটি
কবিতা কি জোগায় রুটি?
কাব্যে কি আর ভুলছে ভবি?
হায় কবিতা,  হায় রে কবি !
     --------------