কবি হতে চাও যদি   শেখো আগে ছন্দ।
শব্দের ভাঙা গড়া   আর সেতু-বন্ধ।
কে আগে কে   পরে এলে
                লয়ে তালে ভালো মেলে
মিল ছড়া যায় খেলে, দেয় ঢেলে গন্ধ -
কবি হতে চাও যদি  শেখো সেই ছন্দ।

সুন্দর কবিতাটি   চাও যদি গড়তে
কবি সেজে এ সমাজে চাও নাম করতে -
গেল মনে যা-ই এসে
                    না শুনিয়ে অক্লেশে  
শেখো আগে ভালোবেসে লেখনীটি ধরতে।
সুন্দর কবিতাটি   চাও যদি গড়তে।

কবি আছে কতই তো, শুধু লিখে যাচ্ছে।
পাঠকের কাছে কই সমাদর পাচ্ছে!
পাঠকেরও রুচি আছে
                    ছুটবে না পাছে পাছে,
জানে তারা ধারে কাছে কত কবি নাচছে।
ক'রে কান ঝালাপালা গাদা লিখে যাচ্ছে।

সুখ্যাতি চাও যদি, যদি চাও ভক্ত
যেন তেন কিছু লিখে ক'রো না বিরক্ত।
শুরুতে কলম ধ'রে
               ভাবো আরো বেশি ক'রে,
কাব্যতে তার পরে গজাবে সে হক তো।
হাতটি পাকালে পাবে বহু কবি ভক্ত।
              ------------