চাইলেই ঝোঁকে প'ড়ে
কবি হওয়া যায় কি?
কবিতা যে মায়াবিনী,
ধরা দিতে চায় কি!
কবি কবি ভাব নিয়ে
কত কে-ই ঘুরছে,
ছন্দের সন্ধানে
হাত পা-ও ছুড়ছে।
তাই দেখে মায়াবিনী
মিটিমিটি হাসছে।
কোন্ কবি প্রাণ স'পে
তাকে ভালোবাসছে!
কাব্যকুসুম হয়ে
খাঁটি কবি হাসছে।
ছন্দের পারাবারে
পাল তুলে ভাসছে।
°°°°°°°°