তোমাদের মাঝে থাকব না আমি
একদিন ঠিকই জানি।
হবে যে নীরব, বীণাতে আমার
বাজবে না কোনো বাণী ।
হয়তো সেদিন লুটাবে ধূলায়
ছিন্ন পাতার মতো
কত মমতায় ছন্দে সাজানো
কবিতা আমার যত।
কার মনে কবে দোলা লেগেছিল
ছন্দ আমার শুনে
কোন্ কবিতাটি লেগেছিল ভালো
কার কাছে কোন্ গুণে -
সে কথা তখন যাবে যে হারিয়ে
হাজারো কথার ভিড়ে।
থাকবে না আর প্রিয় কবি ভেবে
কেউ তো আমাকে ঘিরে।
ছন্দের টানে ধেয়ে দূর পানে
চলা পথে পথে ঘুরে
ধুসর স্মৃতির মতোন সকলই
ভেসে যাবে বহু দূরে।
দৈবাৎ যদি কোনো লেখা তবু
কারো চোখে যায় প'ড়ে
ভাববে, খেয়ালী ভুলো কবি কোনো
লিখেছিল ভুল ক'রে।
------- x ------