♤যদি টিকে থাকি ♤
°°°°°°°°°°°°°°°°
শোনো ব'লে রাখি
যদি টিকে থাকি
করোনার যুগ পেরিয়ে -
হৈ হৈ ক'রে
মাস দুই ধ'রে
আসবই দূরে বেড়িয়ে।
ঘরে ফাঁকা ফাঁকা
এই ব'সে থাকা
আর কত ভালো লাগে রে !
নিঝ্ঝুম মনে
তাই ক্ষণে ক্ষণে
কত কী যে সাধ জাগে রে।
বিনা অভ্যাসে
জং ধ'রে আসে
পাছে এই বুড়ো শরীরে
ভেবে ভেবে ঘামি,
মাঝে মাঝে আমি
সেই শঙ্কায় মরি রে।
তাই মাঝে মাঝে
আহা বিনা কাজে
মহা হাঁকডাক পাকিয়ে -
এ ঘরে ওঘরে
ছোটাছুটি ক'রে
তুলি এ শরীর ঝাঁকিয়ে।
ঘোরাঘুরি বিনা
আর তো পারি না
আলসে জীবন কাটাতে,
কবে প্রাণ ভ'রে
বাইরে যাব রে
পা দুটিকে দূরে হাঁটাতে !
°°°°°°°