ততই ভালো, যতই মুখে কম কথা যায় বলা।
বজায় থাকে শান্তি তাতে, রুক্ষ না হয় গলা।
বেশি কথা বলতে গিয়ে
                     কখন বেফাঁস যায় বেরিয়ে
হয়তো বাঁধে গোল তা নিয়ে, যায় ছুটে শৃঙ্খলা।
এ সংসারে তাই তো ভালো অল্প কথা বলা।

বকবকিয়ে বলতে যে চায় বলুক নিজের মতো,
সর্বদা কি সেই কথাতে কান দিতে হয় অত !
বলছে যে, সে থামবে ক্রমে
                      এক সময়ে যাবেই দ'মে,
কথার ভারি পাহাড় জ'মে নিজেই হবে নত।
চট ক'রে তাই সেই কথাতে কান দিতে নেই অত।

হঠাৎ রেগে হয়তো বা কেউ মন্দ ভালো বলে,
না-ই যদি পায় পাল্টা জবাব, বিবাদ কি আর চলে !
উচ্চ স্বরে বলছিল যে
                    যখন নিজের ভুল সে বোঝে
তখন লাজে মুখটি গোঁজে হালকা হাসির ছলে।
রাগলে লোকে হয়তো ঝোঁকে অনেক কথাই বলে।

সে-ই তো ভালো, সে-ই বিবেচক, সেই তো জ্ঞানী দলে
অনেক শোনে এবং দেখে কিন্তু যে কম বলে।
হাজার লোকের কথার সাথে
                     ফারাক থাকে তার কথাতে,
সোনার কাঠি পায় সে হাতে, জয়-মালা তার গলে,
অনেক ভেবে অল্প এবং সঠিক যে জন বলে।
           -------------×-----------