দেশবাসী এত ছটফটে কেন!
নিজের ভালো কি বোঝো না?
কেন মাতামাতি, কিসের এ হুজুগ!
মুখ কেন ঘরে গোঁজো না?
দেশে দেশে কত মরছে মানুষে
সেই সংবাদ রাখো না?
ভয়াল করোনা ঐ ধেয়ে আসে
শুনে কেন গায়ে মাখো না!
কী ক'রে যে কাকে মারবে ছোবল
আগে থেকে কেউ জানে না,
করোনার বিষ ধনী বা গরিব
বুড়ো বা জোয়ান মানে না।
কার দেহ বেয়ে চুপিসারে এসে
কার দেহে ঢুকে পড়ে যে
ঠিক নেই কোনো না জানিয়ে কাকে
গোপনে ঘায়েল করে যে!
আসেনি ঘনিয়ে দেশে মহামারী,
এখনো সময় আছে তো।
প্রত্যেকে যদি দৃঢ় পণ করি
উপায় মোদেরই কাছে তো।
অসুবিধা হোক, দাঁতে দাঁত চেপে
তবু ঘরে থাকি সকলে,
না হয়ে কাতর, এত অস্থির
বন্দী থাকার ধকলে।
করোনাই যদি জিতে যায় শেষে
আমাদের বোকা বানিয়ে
থাকবে না বাকি কেউ তো এমন,
আফসোস করে তা নিয়ে।
হুঁশিয়ার হয়ে স্থির থাকো ঘরে
সব কষ্টকে হারিয়ে,
যে করেই হোক মহা করোনাকে
দিতে হবে দূরে তাড়িয়ে॥
🙏🙏💥🙏🙏