কনকনে শীতে বয়
শনশনে হাওয়া,
জমিয়ে পড়েছে শীত
যায় টের পাওয়া।
সোয়েটার শাল গায়ে
পথেঘাটে যাওয়া।
বুড়ো বুড়ি খুঁজে ফেরে
রোদে ভরা দাওয়া।
রোদ ঢ'লে যেই নামে
গোধূলির ছাওয়া
পাখির কূজন থামে,
থামে গান গাওয়া।
এরকমই শীত ছিল
সকলের চাওয়া।
জমে কি নইলে কেক
পিঠে পুলি খাওয়া!
~~~~~~~
🕺🕺🕺