ছোট্ট বেলায় ইচ্ছে ছিল কত্ত কিছু করব।
অবুঝ মনের সবুজ কানন খুশির রংয়ে ভরব।
ইচ্ছে ছিল ঝরনা হয়ে ঝরঝরিয়ে ঝরব।
মনকে সাগর তট বানিয়ে লক্ষ তুফান ধরব।
সকল স্বজন বন্ধু নিয়ে নতুন ভূবন গড়ব,
খুশির দেশে তাদের আপন সঙ্গে নিয়ে নড়ব।
বড় হয়ে ভাবছি যখন আর বা কাকে ডরব !
জানত কে হায় কাছের লোকের নিঠুর ঘায়ে মরব !
এই বেদনায় প্রলেপ কোথায়! ভেঙেই বোধহয় পড়ব।
সাধ তো ছিল আকাশটাকে সোনার আলোয় ভরব।
----- x -----