হৃদয়ে লুকোনো ক্ষত -
   সে তো অল্প না।
সে ব্যথা ভোলাতে পারে
     রাঙা কল্পনা।

এ জীবনে কত সাধ
      কত কিছু চাওয়া !
প্রাপ্তি যা তার থেকে
     বেশিই না-পাওয়া।

প্রকাশিতে না পারায়
     হৃদয়ে লুকিয়ে
কত প্রেম ঝ'রে গেছে,
     গিয়েছে শুকিয়ে।

নিজেকে আড়ালে রেখে 
      শুধু অকারণে
আঘাত দিয়েছে যেচে
      কত প্রিয়জনে।

লাভ কী হে তাই নিয়ে 
       বৃথা ক্রন্দনে,
 নিজেকে জড়িয়ে রাখো
        নব বন্ধনে।

বাস্তব নিয়ে রোজই
       রূঢ় গল্প না।
ছন্দে দুলক প্রাণে
        কবি কল্পনা।
    -------------