তেমন ক'রে পারলে নিতে ব্রত-
হয়তো তোমার অনেক কিছুই হ'ত।
কিন্তু নিছক কপাল দোষে
হাত গুটিয়ে রইলে ব'সে;
দম নিয়ে ছুট লাগাও ক'ষে
এখনও অন্তত।
কিছুটা তার হবেই,
আগে লাগলে যেটা হ'ত।
হতাশা আর আলসেমি দাও ছেড়ে,
ভাবো, তুমি কেনই যাবে হেরে !
হয়েছে হোক একটু ফাঁকি,
এখনো দিন অনেক বাকি।
আসবে সকাল ডাকবে পাখি,
ফ্যালো-না ঘুম ঝেড়ে।
চাইলে আজও কঠিন কাজও
তুমিই যাবে পেরে।
দিও না হাল ছেড়ে ব্ন্ধু,
দিও না হাল ছেড়ে।
------- x ------