(এক সজীব বুড়োকে দেখে)
পার ক'রেও আশি যখন
সচল সজীব আছি
ইচ্ছে জাগে ধরায় যেন
একশ বছর বাঁচি।
এমনিভাবেই পার ক'রে দিই
বছর বিশেক আরো
বিশেষ তাতে লাভ না থাকুক
ক্ষতি তো নেই কারো।
আছে অনেক ঘাত প্রতিঘাত,
দীর্ঘ অভিজ্ঞতা।
না হয় কিছু বলব তারই
মিললে রসিক শ্রোতা।
সেথায় যেমন গরল আছে
রয়েছে অমৃত।
জানলে সে সব একটুও কেউ
হবেই উপকৃত।
তাই তো ভাবি আশির পরও
বেঁচেই যখন আছি
এ সংসারে তখন না হয়
আর ক'বছর বাঁচি।
খেলার মাঠে কোনো দিনই
হাঁকাইনি সেঞ্চুরি।
জীবন-খেলায় না হয় সে সাধ
মিটল পুরোপুরি।
-----------