এমন কর্তা কত জনে আছে
          গিন্নীকে ভয় পায় না!
ঘর সংসার করতে কখনো
          গিন্নীর বকা খায় না।
তবুও গিন্নী কিসে খুশি হবে
       তা নিয়ে ব্যস্ত কর্তারা সবে,
ঘরের গিন্নী বিগড়োলে তবে
        ওরে বাবা সে কী দায় না!
এমন কর্তা কত জনে আছে
          গিন্নীকে ভ'য় পায় না!
          ----------------