মনের যা ভাব, খাতায় এখন
           কেউ রাখে না টুকে,
ছড়িয়ে যায় দূরান্তে তা
           ফেসবুকে ফেসবুকে।

কার কী আবেগ, রঙিন স্মৃতি
           দুঃখে এবং সুখে
চিত্রায়িত, বিধৃত হয়
            সহজে ফেসবুকে।

হঠাৎ চোখে যায় প'ড়ে কোন্
             দূরদেশী বন্ধুকে,
চমক দিয়ে হাল আমলের
              দর্পণে ফেসবুকে।
       -------------