এসেছে আষাঢ়, ঘনঘটা তার সারা আকাশের গায়
সচকিত করা পদসঞ্চারে চিহ্নটি এঁকে যায়।
গুরু গুরু মেঘে গর্জন শুনে দুরুদুরু করে বুক,
গগনে আঁধার, সঘন বাদলে লুকিয়েছে রবি মুখ।
ছায়াময় দিন মায়াময় লাগে, মনে জাগে সে কী ঘোর,
থেকে থেকে ছোটে বিদ্যুত শিখা, ডেকে ওঠে মেঘে জোর।
ঘন জনপদে নেই সে জনতা, নেই কলরব তার,
এ প্রকৃতি যেন উদাসী বিধুর, ফাঁকা ফাঁকা চারিধার।
যত পশু পাখি ভুলে ডাকাডাকি খুঁজে ফেরে আশ্রয়,
বুঝি শুরু হবে ঝম ঝম রবে বারিধারা তারই ভয়।
সেরে ফেলে কাজ তাড়াতাড়ি আজ বাড়ি ফেরে যত লোক,
দেবে কোন্ ফাঁকে ফাঁকি বর্ষাকে, আকাশের দিকে চোখ।
এসেছে আষাঢ়, সমারোহ তার নয় মোটে নয় কম,
না হ'লে কীভাবে দূর হয়ে যাবে দুঃসহ এ গরম!
------- x -------