একদিন থাকব না, সেটা কিছু নয়।
বেঁচে আছি, সেটাই তো বড় বিস্ময়।
থামে না কালের গতি,
                  আমি তো ক্ষুদ্র অতি,
আমি নেই, তাতে ক্ষতি কতটুকু হয়?
সংসারে আমি কোনো বড় কথা নয়।

প্রতিদিনই জন্মায় নব নব প্রাণ,
তাই কারো তিরোধানে বৃথা অভিমান।
আজ আছে, কালকে সে
                    স্মৃতি হয়ে যাবে ভেসে,
নতুন কেউ তো এসে শোনাবেই গান।
নিত্য জন্ম নেবে নব নব প্রাণ।

ধরণীতে কতকাল পরমায়ু কার-
মিছে ভাবা, অকারণে খোঁজ নেওয়া তার।
সাগরের ঢেউগুলি
                   এই দেখি, এই ভুলি
আমরাও হব ধুলি, হব একাকার।
মিছে ভাবা, কতকাল পরমায়ু কার।

এই ভেবে পুলকিত, বেঁচে আছি আজ।
ক্ষতি নেই, কাল যদি না করি বিরাজ।
আজকের এই প্রীতি
                     খুশি ঝরা এই স্মৃতি
কাল তার হবে ইতি, রবে না এ সাজ।
না থাকে না থাক, তবু বেঁচে আছি আজ।
         --------------------
                    🙏