অনেক কথায় ক্লান্ত এ মন
                   বিষন্ন সন্ধ্যাতে,
এবার কথা সঙ্গোপনে
                   কেবল নিজের সাথে।
হাজার কথায় দিন ফুরালো
             চলার পথে নিভল আলো,
ঘরের কোণে প্রদীপখানি
                   জ্বালব আপন হাতে।
দীপের আলোয় নিজের কথা
                    কেবল নিজের সাথে ।

এতটা কাল ব্যস্ত ছিলাম
                    পরের কথা ভেবে,
ভাবিনি হায় কে-ই বা কোথায়
                     আমার খবর নেবে।
কথায় মুখর দিনের পরে
             এবার আমি একলা ঘরে,
বন্ধ দুয়ার, নীরব হৃদয়
                    মেলব বেদনাতে ।
এবার কথা সঙ্গোপনে
                    কেবল নিজের সাথে।
        ------------------