`
*******
নব্য ধারায় প্রায় কবিতায়
এখন যে হায় ছন্দ বাদ।
নেই মিঠে বোল,
কোথায় সে দোল!
মেলে কেবল দ্বন্দ্ববাদ।
চমক লাগে পড়লে সে তো,
কখনো ঝাল, কখন তেতো ;
ঝলসে ওঠা লেখার ভেতর
রূপ ফোটে তো গন্ধ বাদ।
নব্য ধারায় প্রায় কবিতায়
এখন যে হায় ছন্দ বাদ।
°°°°°°°°°
🥺🥀🥺