প্রিয়তমা, চাও যদি এনে দিতে পারি
চন্দ্রানী পার্লস থেকে মুক্তোর দামী হার,
বেনারসী প্যালেসের শাড়ি।
ল্যাকমের লিপস্টিক, সুবাসিত আতরের শিশি
নিউমার্কেট থেকে, মন কাড়া ব্রান্ডে বিদিশী।
হয়তো কখনো দিই এসবের কিছু কিছু এনে,
নিত্য পাও না তবু
মহার্ঘ উপহার কোনো ছক মেনে।
ভুলোমনা হয়ে আমি কবিতার ছন্দতে দুলে
কখনো বা ডুবে থাকি সংসার গৃহ-কাজ ভুলে।
জানি আমি জানি -
মাঝে মাঝে হয়ে ওঠো তাই অভিমানী।
তবুও একথা জেনো,
রাঙিয়ে আমার মনোভূমি
সকল ভাবনা জুড়ে নিত্য বিরাজ করো তুমি।
বহু উপহারও যদি এনে দিই আমি দাম দিয়ে
বলো দেখি প্রিয়ে -
কালও তার থাকবে কি সেই দাম
সে কদর খাঁটি!
পরম যত্ন ক'রে রাখবে কি তাকে পরিপাটি?
জানি তা পুরনো হবে
চকমকে নতুনের ভিড়ে,
ভোলাবে নিজেকে নব উপহারে ঘিরে।
একবার ভেবে বলো দেখি
দামী ব'লে সত্যিই দুর্লভ উপহার সে কি?
আর এই হৃদয়ের সৌরভ ছুঁয়ে থাকা
প্রেম প্রীতি ঢালা
কবিতার মালা,
তোমায় পড়াব ব'লে গাঁথি যাকে
তার মূল্য কি
সো-কেসে সাজিয়ে রাখা দামী উপহার যত
তার চেয়ে কম বলো সখী!
------------------