🌾🌾🌾🌾

স্নিগ্ধতা মাখা সোনা রোদ্দুর
          ঝলমল করে আকাশে।
শারদ প্রভাতে    তৃণ লতা পাতা
          সিক্ত শিশিরে মাখা সে।
প্রকৃতিকে আজ লাগে অপরূপা
          শেফালী ও কাশফুলেতে,
দুর্গা মায়ের তরী এসে থামে
          কোন্ সে নদীর কূলেতে।
করতে বরণ সমারোহে মাকে
          এ ধরণী আজি সেজেছে,
ভক্তির সুরে দিকে দিকে তাই
          আগমনী গান বেজেছে।

শিষ্টকে করো বরাভয় দান,
          দুষ্টের প্রতি রাগো মা।
যত দুর্গতি দূর ক'রে দিয়ে
          জাগো মহামায়া, জাগো মা।
        --------- x --------