শরীরটাকে খাটান
দুই পা-কে রোজ হাঁটান।
মিলবে যে ধন
   তাইতে জীবন
মস্ত সুখে কাটান।

কলুষ কেন ঘাঁটান!
হিংসা ও লোভ ঝাঁটান।
কে ধনী লোক
    তাই দেখে চোখ
মিথ্যে কেন টাটান!

যশের প্রতি যা টান
ক্রমেই দূরে পাঠান।
যথায় তথায়
       তুচ্ছ কথায়
কণ্ঠ কেন ফাটান!

বরং পা-কে হাঁটান
বাড়তি যা মেদ ছাটান,
ঝরঝরে হন,
        শরীর ও মন
ফেলুক ঝেরে, যা টান।

ভাব অভাবে মুক্তভাবে
এই ভবে দিন কাটান।
    -----------