.
   ⚘⚘⚘
ছড়া যায় ছড়িয়ে
পথে গড়গড়িয়ে,
খুশি হও নিজে প'ড়ে
অন্যকে পড়িয়ে।
নানা স্বাদে নানা ছড়া
টক-ঝাল মিঠে-কড়া,
লেখনীতে আছে ভরা
ঝরে ঝরঝরিয়ে।
যাক-না তা ছড়িয়ে!

ছড়ার মিষ্টি বোলে
খোকা দোলে খুকু দোলে,
শিশু উঠে মা'র কোলে
শোনে গলা জড়িয়ে।
ভালো ছড়া হলে গড়া
কৌতূক ও রসে ভরা-
বড়দেরও সেই ছড়া
দেয় নেশা ধরিয়ে।
নৃত্যের তাল ঠুকে
কৌশলে মনে ঢুকে
এর মুখে ওর মুখে
চলে গড়গড়িয়ে।

ছন্দের মহিমা ও
সৌরভ ছড়িয়ে।
    °°°°°°°