বাজারে তো হাজার কবির
        লেখার গড়াগড়ি,
হলই না হয় ক্ষণিক সময়
        ছড়ার ছড়াছড়ি।
হালের লেখা কারুর কাছে    
        হয়তো কঠিন লাগে,
ছন্দ ছড়ার দোলায় যে তার
        আবেশ মনে জাগে।
হতেই পারে, জ্ঞানের ভারে
        কেউ বা মনে করে -
খোকা খুকু আর কচিরাই
        কেবল ছড়া পড়ে।
তাইতে কি আর ছন্দ ছড়ার
        সত্যি কদর কমে!
আনন্দে মন মগ্ন,  যখন
        ছড়ার আসর জমে।
স্পন্দিত হয় ছন্দ  যদি  
        সরস কথার সাথে
বাচ্চা বুড়ো মাতুল খুড়ো
        সবাই নেশায় মাতে।  
ছন্দ গেঁথে উঠলে মেতে
        মিষ্টি ছড়ার সুরে
কাব্য পড়ার সময় তো আর
        পালাচ্ছে না দূরে।
তাইতে অতি বিরাট ক্ষতি
        নেই গো এ সংসারে -
মনটা যেচে উঠলে নেচে  
        ছন্দিত ঝংকারে।
        -----------