সকলেই কম বেশি দম মারে নেশাতে,
যেমনই সে হোক রূপে বেশভূষা পেশাতে।
সকালেই চাই কারো চা ঘুম ভাঙাতে।
কেউ পান জর্দায় চায় ঠোঁট রাঙাতে।
বিড়ি নয় সিগারেট নিয়ে কেউ মুখেতে
পাক দিয়ে ধোঁয়া ছাড়ে তৃপ্তি ও সুখেতে।
নস্যিতে নেশা কারো, কারো গড়গড়াতে,
ভাঙ বা চরসে কেউ চায় নেশা ধরাতে।
হোটেলে ও পার্টিতে হুইস্কি বা বিয়ারে
নেশা ক'রে নাচে গায় ডার্লিং ডিয়ারে।

সখ ক'রে আমিও তো সবকিছু চেখেছি,
কিসে ধরে কত নেশা একে একে দেখেছি।
মনে কেউ তত রস পারেনি তো মেশাতে,
ডুবে আছি তাই ছড়া   ছন্দের নেশাতে।
                🌞🌞🌞🌞