ছন্দকে নিয়ে আমি খেলি টরে-টক্কা,
ফাঁক পেলে দিই চেলে ছন্দের ছক্কা।
ছন্দই রবি শশী
          কাশী গয়া বারাণসী,
ছন্দের রথে বসি পৌঁছোতে মক্কা।
ছন্দে ছক্কা ফেলি, খেলি টরে-টক্কা।
       ---------------