কথায় কথায় ছন্দ গেঁথে
উঠছি মেতে এই আমি।
চাইলে একে বলতে পারো
হয়তো নিছক পাগলামী।
আমার তাতে যায় আসে না,
মন মানে না করব কী!
বাড়ল বয়স, ফুরায় যে দিন
ছন্দ বিহীন মরব কি?
অন্য কিছু না-ই বা মানি
এই ব্যাপারে দ্বন্দ্ব নেই,
কথায় কাজে হালের সাজে
আর সে আগের ছন্দ নেই।
ঢেউ খুঁজি তাই ছন্দ-নদীর
কল্পনা অঞ্জন দিয়ে।
সেই নেশাতেই, ফাঁক মেলে যেই,
ছন্দ গাঁথি মন দিয়ে।
---------- x ---------