ছন্দ আমায় করল পাগল
          ভাঙল আগল অন্তরে,
প্রাণ দুলিয়ে মন ভুলিয়ে
          কোন সে জাদু মন্তরে।
ছন্দ   কথায় গন্ধ ঢেলে
          ফুলের মতো দল ম্যালে,
ছন্দ আমায় রোজ ক'রে যায়
          ভোরের মতো ঝলমলে।
ছন্দ নাচে পাতায় গাছে
          ছন্দ ঝরে নির্ঝরে,
আমার কানে মধুর তানে
          ছন্দে   গানের মীড় ঝরে।
আমার চলায় আমার বলায়
          শব্দরা হয় ছন্দিত,
সেই ধ্বনিতে হয় চকিতে
          ভাবের আকাশ নন্দিত।
ছন্দকে তাই সর্বদা চাই,
          সঙ্গটি তার ছাড়ব না।
ছন্দ বিনে এই জীবনে
          লিখতে আদৌ পারব না।
          -----------------