সাধ ক'রে যদি ব্যথা দিতে চাও
দিও তবে, তাই দিও।
তোমার দেওয়া সে বেদনায় পাব
তোমাকেই খুঁজে প্রিয়।
খেয়ালে যদি গো খেল শুধু খেলা
হয়ে অকরুণ হানো অবহেলা,
না পারো আপন ক'রে নিতে যদি
পর ক'রে তবে নিও।
তোমার দেওয়া সে বেদনায় পাব
তোমাকেই খুঁজে প্রিয়।
যদি কোনো দিনও মনের খেয়ালে
কোনো কথাটি না ব'লে
আরো দূরে গিয়ে খুশি হও মনে
তাই যেও তবে চ'লে।
তুমি যেথা যাবে সে পথের দিকে
থাকব তাকিয়ে মেলে দুআঁখিকে,
যদি দেখা দিতে তবুও না চাও
ফিরে তবে না আসিও।
তোমার দেওয়া সে বিরহ ব্যথায়
তোমাকেই পাব প্রিয়।
🙏🌹🙏