নিত্য কতই নতুন নতুন
খেলায় মাতি এই আমি।
বড়রা তা বুঝবেই না,
বলবে একে দুষ্টামি।
বড়রা সব ব'সেই থাকে
হয়তো গালে হাত দিয়ে।
মাতামাতি হুল্লোড় এবং
খেলাধুলা বাদ দিয়ে।
আমি যখন খুশির স্রোতে
ভাসাই ভেলা সখ ক'রে।
মিথ্যেই হায় আমায় থামায়
বড়রা বক বক ক'রে।
খেলায় মেতে উঠলে ফুটে
জোরসে কলরব কিছু
এই ক'রো না ঐ ক'রো না,
বারণ করে সব কিছু।
হায় রে তারা বুঝতে না চায়
যতই ছোট হই আমি -
আমারও বোধ বুদ্ধি আছে,
সত্যি অবুঝ নই আমি।
বড়রা কেউ চোখ পাকিয়ে
বললে, করি দুষ্টুমি,
শুধাই, ছিলে ছোট্ট কি না
কোনো দিনও এই তুমি !
    ------------