আকাশ ভেঙে যখন জোরে বৃষ্টি পড়ে
আহা সে কী মিষ্টি আবেশে সৃষ্টি করে!
মেঘলা দিনের আবছায়াতে
মন ডুবে যায় কোন্ মায়াতে
থাকতে না চায় উদাস ভাবুক দৃষ্টি ঘরে।
অঝোর ধারায় যখন জোর বৃষ্টি পড়ে।
তখন ব্যাকুল মন-বিরহী ছন্দ গাঁথে
কোথায় সে কোন্ দূরের প্রিয়ার বন্দনাতে।
তখন আধো অন্ধকারে
গোপন প্রাণের বন্ধ দ্বারে
কোন্ সে রাতের পারিজাতের গন্ধ ঝরে।
অঝোর ধারায় যখন জোর বৃষ্টি পড়ে।
------- x ------