. 💭 বৃষ্টি, কী বৃষ্টি 💭
°°°°°°°°°°°°°
বৃষ্টি, কী বৃষ্টি!
দিন নেই রাত নেই
গোধুলি প্রভাত নেই,
তাকালেই আকাশের
ভিজে যাওয়া দৃষ্টি।
ঝরছেই ঝমঝম
টিপ টিপ বৃষ্টি।
ঘনঘোর দমদার
এরকম লাগাতার
কেউ যেন বর্ষার
দিয়েছে নোটিসটি।
বহু তাড়নার শেষে
এভাবেই ধেয়ে এসে
হয়তো বা ভাসাবে সে
করোনার কৃষ্টি।
যত অনাসৃষ্টি।
আহা তবে থাক থাক,
ঝরছে তো ঝ'রে যাক,
ঝড়জলে ভ'রে যাক
থমথমে নিচটি।
এমনিই বিনা দোষে
রয়েছি তো ঘরে ব'সে
তাই বলি নয় ক'ষে
চলুক এই বৃষ্টি।
আছি সবে কান পেতে,
আষাঢ়ের সংকেতে
আশার নতুন কথা
বলুক এই বৃষ্টি।
🥀🥀