বহুদিন ধ'রে উড়ু উড়ু মন -
        যাই কোনোখানে ঘুরতে।
গৃহকোণ থেকে বেরিয়ে নিজেকে
         প্রকৃতির সাথে জুড়তে।
কাশ্মীর গেছি, দিল্লিও গেছি
         দেখেছি গোয়ার জেল্লা 
রাজস্থানের মহিমা দেখেছি
         দেখেছি সোনার কেল্লা।
কোথায় কী বাকি খোঁজ নিয়ে দেখি
         কী আছে অঙ্গ রাজ্য
দেশে না বিদেশে, ভেবে হল শেষে
         ভুটান যাওয়াই ধার্য।
পহাড়ের কোলে ছোট্ট ভুটান
         আহা কী দারুণ চিত্র
লোকজনও খুর সহজ সরল
          ভক্ত সৎ পবিত্র।
পাহাড়ের কোলে বাড়ি সারি সারি
          রঙিন শিল্পকর্ম
তাড়াহুড়ো নেই, নিয়মে চলা-ই
          ভুটান বাসীর ধর্ম।
যার যা রয়েছে তা নিয়েই খুশি
          অন্তরে এরা শুদ্ধ
রাজাই এদের পরমারাদ্ধ,
          আর ভগবান বুদ্ধ।
সবুজ পাহাড়ি প্রকৃতির রূপে
          মনের কালিমা ঢাকবে।
ভুটানে থিম্পু লাচুংয়ের শোভা
         বহুকাল মনে থাকবে।
           ------------