ভালো লাগে কার কাকে
          আর  কাকে মন্দ -
সেটা মহা হেঁয়ালি যে,
          তাতে বড় দ্বন্দ্ব।
কারো কানে কারো হাসি -
          বাজে যেন মিঠে বাঁশি,
এলে কাছে পাশাপাশি
          মনে দোলে ছন্দ।
সবই ভালো, পড়েই না
          চোখে কোনো মন্দ।

কারো সাথে কারো  আহা
          ভাব মোটে হয় না।
এতটুকু হাসি কথা
          কিছুই যে   সয় না।
তাই দূরে   দূরে হাঁটা
          বিঁধে আছে বুঝি কাঁটা,
হৃদয়ের দরজাটা
          ক'রে রাখা বন্ধ।
হায়   লাগে সবই তেতো,
          সবই তার মন্দ॥
              °°°°°°°°°°°
               😩😩😩