. ✍ ✍ ✍
°°°°°°°°°°°
ক্ষুদ্র লেখনী হাতে
লিখি অনুকাব্য।
সাধ্য কী! কবিতার
পারাবারে নাবব।
🌐🏞🌐
✍ ✍ ✍
°°°°°°°°°°°
গভীর যত
ভাব প্রকাশের
পাই না খুঁজে কথা।
তাই তো জাগে
আমার নিবিড়
কাব্যে নীরবতা।
💎 💎
♨️♨️♨️
°°°°°°°°
ত্যাগের পথও খোলা রে তোর
ভোগের পথও খোলা।
যেমন রুচি পথ বেছে নে
ওরে পাগল-ভোলা।
💥💥💥