বলছে যে যা বলুক,
তর্ক যতই চলুক -
রবি ঠাকুর রবেই তবু সেরা।
স্থানের নিশান নিয়ে
কালের বাঁধন দিয়ে
কোনো মতেই যায় না তাকে ঘেরা।
বাইশে শ্রাবণ আসে
আকাশে মেঘ ভাসে
সঙ্গে ভাসে কতই স্মৃতির ভেলা।
খোঁজার যে জন, খোঁজে
অনুভবেই বোঝে
কবিগুরুর ছন্দ ভাবের খেলা।
কিন্তু কজন খোঁজে!
রবির সুধা বোঝে
অত্যাধুনিক কারসাজির এই কালে!
সাহিত্য রস পেতে
সভাতে ভোজ খেতে
গুলিয়ে ফেলে মিষ্টিতে আর ঝালে।
ভক্ত রসিক যারা
খুঁজছে আজও তারা
মুক্তো, মানিক রবির পারাবারে।
শ্রদ্ধা সহ মানে,
তারাই সঠিক জানে
জমেনি ধূল্ সেই যে মণি-হারে।
বিচিত্র পথ হেঁটে
হুজুগ যাবে কেটে,
থাকবে টিকে, যে সুর চিরন্তনী।
আগামীর ঐ প্রাতে
বাজবে যুগের সাথে
কবিগুরুর মন্দ্রিত সেই ধ্বনি।
------- x ------