সোনালির বাড়ি নয় পোস্তা বা মগরা
দু'দিন না বিয়ে হতে তবু বাঁধে ঝগড়া।
নয় সেটা পণ নিয়ে, রূপ নিয়ে নয় তা,
বোঝা দায়, খুঁটিনাটি কী নিয়ে যে হয় তা।
চিকু বলে, আমি বর, যে রকম চাইব
সংসার-তরীখানা সে রকমই বাইব।
সোনালি তো বোকা নয়, নয় রাগি কন্যা
মাখেই না গায়ে কিছু, নানা গুণে ধন্যা।
চিকু আর কী বা করে! হয়ে যায় চুপ সে।
চেয়ে দেখে সোনালির অদ্ভুত রূপ সে।
------------------