কিছু কিছু ভাবনা এমন থাকে -
খুঁজে বেড়াই, শুধানো যায় কাকে!
অর্থ হারা সে ভাবনারা
         শিকড় ধ'রে দেয় যে নাড়া,
আমি তখন পাগল পারা
             না জানি কার ডাকে।
অশান্ত মন, খুঁজি তখন
            জীবন দেবতাকে।
           ------------