কত-ই কী লিখছি তো ঠিকই,
তবু ভাবি কী ক'রে যে
     আরো ভালো লিখি !

ছন্দরা ফুটে ওঠে
     কই ঝিকিমিকি!
যা লিখেছি, ভাবি তাতে
       টিকি কি না টিকি !

প্রতিদিনই ভাবি আরো শিখি,
রোজই খুঁজি শিখবার
         বাকি আরো কী কী !

আবেগের আগ বুকে
        জ্বলে ধিকিধিকি।
বুঝবে কে প্রতি পদে
        বাধা সব দিকই।

আমারই মনের মতো
         চলে লেখনী কি!
কে শেখাবে কোন্ ভাবে
          আরো ভালো লিখি !

আবেগের আগ বুকে
        জ্বলে ধিকিধিকি।
     --------------