.        চক্ষে যদি
         স্বপ্ন থাকে,        
       বক্ষে অটুট লক্ষ্য -
         আভায় তবে
           উদ্ভাসিত
      হবেই তোমার কক্ষ।
           ---------