হৃদয়ে ভাবের কত ঢেউ ওঠে
সেই ঢেউয়ে ভেসে ভেসে -
নিমেষে নিমেষে পৌঁছিয়ে যাই
কত-না নতুন দেশে।
সে দেশের ছবি, জল মাটি হাওয়া
মিঠে স্বাদটুকু হলে তার পাওয়া
চঞ্চল কবি-মন করে ধাওয়া
অন্য কোথাও শেষে।
নিত্য রসের সুধা-সন্ধানী
ক্ষ্যাপা পথিকের বেশে।
এ আপনভোলা অকবির কথা
জানে কিনা জনে জনে -
জীবনে কখনও তাই নিয়ে কোনো
উষ্মা জাগে না মনে।
আপনার ভাবে আপনিই দুলে
পাওয়া ও না পাওয়া, সবই থাকি ভুলে,
ছন্দেই ভেসে চলি পাল তুলে
আনমনে অকারণে।
কী বা যায় আসে, মিছে উচ্ছাসে
মনে রাখে কতজনে !
আমি যে এসেছি, ছন্দে ভেসেছি
মহা আনন্দ সে কী !
আর যা-ই করা, তুচ্ছতা ভরা ;
তুচ্ছ এ লেখালেখি।
মহা সম্ভার সৃষ্টির বুকে
তাতেই জীবন কেটে যাবে সুখে,
চুপিচুপি শেষে যাবেই যে চুকে
নাম যশ, সবই মেকি।
এই যে এসেছি, ছন্দে ভেসেছি
আহা, আনন্দ সে কী !
~~~ 🌷 ~~~
🙏🙏🙏