জাগতে হলে প্রয়োজনে জাগব পাতাল ফুঁড়ে।
উঠব যখন, এক্কেবারে উঠব পাহাড় চূড়ে।
বলছি শোনো, বলছি দাদা
এক পলকের লাগলে ধাঁধা
কিম্বা এলে পথের বাধা ঠেলব হেলায় দূরে।
উঠব যখন, এক্কেবারে উঠব পাহাড় চূড়ে।
প্রবল বেগে চলব যখন স্বর্ণরথে ধেয়ে
যেথায় যে রয় দেখবে সবাই অবাক চোখে চেয়ে।
উঠবে হয়ে ভক্ত যারা
সঙ্গী হয়ে চলবে তারা,
ছিন্ন হবে বাধার খাঁড়া ধাক্কা জবর পেয়ে।
ছুটব যখন দেখবে সবাই অবাক চোখে চেয়ে।
তখন আমার যে আঙ্গিকে যে পথ দিয়ে ফেরা
অসংশয়ে আমিই প্রথম, আমিই হব সেরা।
এতটা কাল এ অন্তরে
হয়তো অলস নেশার ঘোরে
ঢেউ জাগেনি তেমন জোরে স্বপ্ন দিয়ে ঘেরা।
সক্কলে আজ পথ ছেড়ে দাও আমিই হব সেরা।
☆☆☆☆☆☆