ভাবুক মনের দুচার কথায়
       সময় নেব অল্প।
শোনাব না মস্ত কোনো
        প্রবন্ধ বা গল্প।
কিম্বা এমন বিষয়, যাতে
         থাকতে পারে দ্বন্দ্ব
বলব আমি দুচার কলি
         কাব্য ছড়ার ছন্দ।
কবিরও আজ নেই কো অভাব,
         কাব্য হাজার ফুটছে।
কিন্তু তেমন প্রীতির সুধা
          তৃপ্তি কোথায় জুটছে !
কোনটা বেঠিক কোনটা বা ঠিক
          এই নিয়ে জোর তরজা,
প্রেম বিলাতে খুলছে কজন
          বন্ধ মনের দরজা !
তুমিও ভালো, আমিও ভালো
           নয় কেহ নয় তুচ্ছ।
কেউ নিচু নয়, নয় গো আবার
           কেউ সুবিশাল উচ্চ।
জানি আছে সবারই বোধ
          বিবেক এবং বুদ্ধি,
চাই যে উদার নজরটুকু,
         একটু মনের শুদ্ধি।
দুহাত জুড়ে তাই বলি, ভাই
           নয় বিভেদ আর দ্বন্দ্ব।
জীবন পথের চলায় বলায়
            থাক প্রীতি, থাক ছন্দ।
           -----------------------